
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে স্কুলে যাওয়া আসার পথে মনমালিন্য সহ কথা কাটাকাটির জেরে সাব্বির আহমেদ রুদ্র নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। গত (৫ মে) সোমবার রাত ৮ টার সময় দুধখালী ইউনিয়নের সার্বিক ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির আহমেদ রুদ্র শহরের কুকরাইল এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
আহতের স্বজন ও অভিযোগ সুত্রে জানা’যায় স্কুলে যাওয়া আসার পথে সাব্বির আহম্মেদ রুদ্রর সাথে প্রায়ই মনমালিন্য সহ কথা কাটাকাটি হয়
মেহরাব হাওলাদার (২০) আশরাফুল হাওলাদার (২৫)সিয়াম (২০),ইয়ামিন (২১) এর এরই জেরে গত ৫ মে সোমবার রাত ৮ টার সময় সাব্বির আহম্মেদ রুদ্র শিরখাড়া ইউনিয়নের তার আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে দুধখালী ইউনিয়নের সার্বিক ইটভাটার সামনে আসলে তার মোটর সাইকেলের গতি রোধ করে তার উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে কুপিয়ে যখন করে এরপর চিৎকারে করে আশপাশের লোক এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা রুদ্রকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর নিরাময় হাসপাতালে ভর্তি করে এরপর তার অবস্থার অবনতি হলে মাদারীপুর জেলা সদর হাসপাতালে তাকে ভর্তি কর হয় এরপর তার উন্নত চিকিৎসার জন্য আজ ঢাকায় রেফার করা হয়। এ ঘটনায় রুদ্রর মা ইয়াসমিন বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় চারজনের নাম উল্লেখসহ পাঁচ থেকে ছয় জনকে অজ্ঞাত করে মাদারীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন।