
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন বুলু বলেছেন, দলকে ঐক্যবদ্ধ রাখতে হলে যোগ্য নেতার সঠিক নেতৃত্বের কোন বিকল্প নেই। অদৃশ্য ও দৃশ্যমান সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে এবং বিএনপির সুনামকে যুগ যুগ ধরে রাখতে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যককে কাজ করতে হবে। বুধবার সন্ধ্যায় রাণীনগর উপজেলার ভাটকৈ বাজারে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলু বলেন, জোরপূর্বক নয়, ভয়ভীতি ও নিজের পেশীশক্তি দেখিয়ে নয়, স্নেহ ভালোবাসার মাধ্যমে মানুষের কাছে গিয়ে ধানের শীষের প্রতি প্রতিটি মানুষের সহানুভূতি অর্জন করতে হবে। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অসহায় ও নিপীড়িত মানুষদের পাশে থেকে কাজ করতে চাইলে যোগ্য নেতার সঠিক নেতৃত্বকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বুধবার নওগাঁ-৬ আসনের রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক ও সাধারণ মানুষদের কাছে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা, কুশল বিনিময় ও জনসংযোগ করেন। এ সময় তিনি এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন। ভাটকৈ বাজারে কুশল বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক একেএম জাকির হোসেন, বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু রায়হান, বড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নওসাদুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম টুটুল, বড়গাছা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল আলম, রাণীনগর শের-এ বাংলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হুমায়ন কবিরসহ অনেকেই। আনোয়ার হোসেন বুলু নওগাঁ-৬ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গত ৯ম (২০০৮ সাল) জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।