কিশোরগঞ্জে দীর্ঘ ২০ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে জেলা পাবলিক লাইব্রেরির হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও জেলা আমির অধ্যাপক রমজান আলী বলেন, দীর্ঘ ২০ বছর পর আগামী ৩১ মে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে সম্মেলন হচ্ছে। সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম হবে। সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বিগত ২০ বছর আমরা কোন প্রোগ্রাম নিয়ে মাঠে থাকতে পারি নাই। আমরা নির্যাতিত ছিলাম। মামলা, হামলা খুন, গুম উপেক্ষা করেও আমরা কাজ করেছি। এবং জনগণের কাছেও সংগঠনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছে। এই সম্মেলন হবে শান্তিপ্রিয় আমাদের নিজস্ব কর্মীবাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। প্রশাসনও আমাদের সহযোগিতা করছে। আগামীর বাংলাদেশ হবে মানবিক, শান্তিময় ও সন্ত্রাস মুক্ত। কর্মী সম্মেলনের মাধ্যমে এমনটাই প্রত্যাশা।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা মোঃ ছামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কেন্দ্রীয় সূরা সদস্য ডা. কর্নেল (অবঃ) জেহাদ খান, সাবেক জেলা নায়েবে আমির মোসাদ্দেক আলী ভূইয়া, ঢাকা মহানগর উত্তরের মজলিসে সূরা সদস্য এ্যাডভোকেট রোকন রেজা, জেলা প্রচার সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর জামায়াতে ইসলামী আমির কারী নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন উপস্থিত ছিলেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button