অনলাইন ডেস্ক: হাজারীবাগে একটি ভবনের সপ্তম তলার দরজা ভেঙে বাথরুম থেকে তানিয়া (৩৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) রাতে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নিকলেশ চন্দ্র কর পলাশ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ (রোববার) দুপুরে হাজারীবাগ মিতালী রোড ১৭/১ বাড়ির সাততলার বাইরে থেকে তালা দেওয়া দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুমে পড়ে থাকা তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, এটি একটি হত্যাকাণ্ড। তানিয়া নামে ওই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
এ ছাড়া প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে নিহত নারীর স্বামীর নাম তৌসিফ আহমেদ। তিনি কুমিল্লায় থাকেন। আর তানিয়ার বাড়ি বাগেরহাট জেলায়।
মিতালী রোডের ওই বাড়ির সাততলায় তানিয়া একাই থাকতেন। নিহত নারীর পরিবারের সদস্য তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ হত্যাকাণ্ড এক থেকে দুই দিন আগে ঘটেছে। পেশায় তানিয়া বিভিন্ন ইভেন্টে কাজ করতেন বলে জানা গেছে।