হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও উপপরিচালক স্থানীয় সরকার প্রভাংশু সোম মহান। আলোচনা সভায় পরিবেশবান্ধব পাটশিল্পের বিকাশে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানানো হয়।