ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: অতীত কর্মকান্ডের জন্য অনুতপ্ত হয়ে ছাতকে গোবিন্দগঞ্জ নতুন বাজার মসজিদে গোবিন্দনগর ফজলিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও নতুন বাজার জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেম জামায়াত নেতা আল্লামা আব্দুল সালাম আল মাদানীর কাছে ক্ষমা চাইলেন আওয়মীলীগের দু নেতা।
আওয়ামীলীগের উপজেলার আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও গোবিন্দগঞ্জ জনতা ফামেন্সী মালিক মাওলানা আক্তার হোসেন নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াত নেতার কাছে।
গত শুত্রুবার গোবিন্দগঞ্জ নতুনবাজার জামে মসজিদ জুম্মা নামাজ শেষে জামায়াত শিবিরের শতাধিক নেতাকমীদের সামনে হাত ধরে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন আওয়ামীলীগের এই দু জন নেতা।
এ সময় উপস্থিত ছিলেন নতুন বাজার ব্যবসায়ি ও সাবেক মেম্বার লালা মিয়া,ছাতক প্রেসক্লাবেব সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,সামছুর রহমান,বিএনপির নেতা মানিক,আশরাফ,শামীম আহমদ, আতাউর রহমান মগনি,মুক্তার হোসেন,জুনাইদ আহমদ,মিজানুর রহমান,রেজ্জাদ আহমদ,শফিআহমদ প্রমুখ।
আওয়ামীলীগ নেতারা ক্ষমতার দাপট দেখিয়ে জামায়াত নেতাকমীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করবে বলে প্রতিশ্রুতি দেন। বৈঠক শেষে সবাইকে নিয়ে আল্লামা আব্দুল সালাম মাদানী দেশের কল্যানে দোয়া অনুষ্টিত হয়েছে।