সাধারণ পরিবার থেকে উঠে আসা নীতা: কীভাবে বউ হয়ে উঠলেন মুকেশ অম্বানির

বিনোদন ডেস্ক:   নীতা অম্বানি– মুকেশ অম্বানির সহধর্মিণী তো বটেই। একেবারেই সাধারণ পরিবার থেকে উঠে আসা নীতা কীভাবে শিল্পপতি অম্বানিদের বউ হয়ে উঠলেন?

না, লাভ ম্যারেজ নয়। বরং অ্যারেঞ্জজ-লাভ ম্যারেজ হয়েছিল তাঁদের। কীভাবে হয়েছিল সম্বন্ধ? সাধারণ পরিবারের মেয়ের জন্য ‘বড় ঘরের’ বিয়ের প্রস্তাব এনেছিলেনই বা কে?

খুব ভাল নাচ করতেন নীতা। পেশায় তিনি ছিলেন শিক্ষিকা। একবার নবরাত্রির এক অনুষ্ঠানে নাচ করছিলেন তিনি।
ওই অনুষ্ঠানের স্ত্রীকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন ধিরুভাই অম্বানী। নীতাকে দেখে তাঁর নাচ দেখে মুগ্ধ হয়ে যান তাঁরা। বড় ছেলে মুকেশের সঙ্গে দেখা করানোর জন্য উদগ্রীব হয়ে ওঠেন ধিরভাই নিজেই।
বাড়িতে আমন্ত্রণ জানান নীতাকে। তাঁর রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রথম দেখাতেই নীতার প্রেমে পড়ে যান মুকেশ। নীতা যদিও বুঝতে পারেননি ব্যাপারটা।শোনা যায়, চলন্ত গাড়িতে নীতাকে প্রপোজ করেছিলেন মুকেশ। একবার কোনও এক জায়গায় তাঁরা যাচ্ছিলেন। আচমকাই গাড়ি থামিয়ে মুকেশ নীতাকে প্রশ্ন করে বসেন, “তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ অথবা না এক্ষুণি তোমাকে বলতে হবে?”

প্রথমটায় হকচকিয়ে যান নীতা! সরাসরি বিয়ের প্রস্তাব তিনি যে আশা করেননি নিজেও। কিন্তু হ্যাঁ, হয়েছিল এমনটাই। নীতাও আর দেরি করেননি। তিনি হ্যাঁ বলে দেন।

ব্যস ধুমধাম করে ১৯৮৫ সালে বিয়ে হয়ে যায় তাঁদের। অনেকেই আমন্ত্রিত ছিলেন। জহুরি জহর চেনে, ঠিক তেমনই বাড়ির বউ পছন্দ করতেও ভুল হয়নি ধিরুভাইয়ের। এত বছর কেটে গিয়েছে। মুকেশ ও নীতার সুখের সংসার।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button