সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশী 

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৩৬ নারী,শিশু’কে ফেরৎ দিল ভারত। প্রায় দুই থেকে তিন বছর সে দেশে জেল খেটে “বিশেষ ট্রাভেল পারমিট”র মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে তারা দেশে ফিরলো।
মঙ্গলবার (২৭ মে) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের’কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, ভালো কাজ করার আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধ পথে পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে যায়। এরপর ভারতের কলকাতা শহরে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়,পরে সে দেশের আদালত তাদের’কে দুই/ তিন বছরের সাজা দেয়। সাজা শেষে মহিলা আইনজীবী সমিতি, জাস্টিস এন্ড কেয়ার, রাইটস যশোর এবং পাচারের শিকার ও শিশু সুরক্ষা, মোট ৪টি সংস্থার মাধ্যমে তারা দেশে ফেরেন।
ফেরত আসা বাংলাদেশি’রা ঢাকা, মাদারীপুর, নোয়াখালী, ঝিনাইদহ, চিটাগং,সাতক্ষীরা,গাইবান্ধা, যশোর সহ বিভিন্ন জেলার বাসিন্দা।
মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার আব্দুল মুহিত হোসেন জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা  দালালদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে  ভারতীয় পুলিশের হাতে তারা আটক হয়। আদালতে তাদের’কে সোপর্দ করলে, বিভিন্ন মেয়াদে আদালত তাদের’কে সাজা দেয়। পরে ভারতীয় মানবাধিকার সংস্থা দমদম সেল্টারহোম নামে একটি সংস্থা তাদের ছাড়িয়ে সেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া “বিশেষ ট্রাভেল পারমিট” এ, এরা দেশে ফেরার সুযোগ পায়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button