শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: শিক্ষা ভবন, ঢাকায় সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপরে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, মো. সালাহ উদ্দিন, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুর জাহেরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা হামলাকারীদের বিচার ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগের দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রামগঞ্জ এমকে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button