চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী অরাজনৈতিক,ইসলামিক ও সামাজিক সুন্নি সংগঠন
আমান উল্লাহ পাড়া আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মৃতি সংসদ এর ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিন,সাধারণ সম্পাদক মাহিম হোসেন ফারুকী ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মুনতাসীর।এছাড়াও সহ-সভাপতি জাবেদ হোসেন সানি,সাজ্জাদ ইসলাম,মোঃ এমরান হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আল ওয়ালিদ শাকিল,রবিউল ইসলাম,সাইদুল ইসলাম আকাশ কে করা হয়।গত বুধবার রাত আটটায় সংগঠনের নিজস্ব পেইজে সংগঠনের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিন ও স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক মাহিম হোসেন ফারুকীর যৌথ স্বাক্ষর ও অনুমোদনে ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যরা হলেন সহ-সাংগঠনিক সম্পাদক নওশাদ নাছের,অর্থ সম্পাদক মাঈন উদ্দীন,সহ-অর্থ সম্পাদক আরিফ শাহ,দপ্তর সম্পাদক হদয় হোসেন ফারুকী,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইয়াছিন হামিদ,সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাকিব ইসলাম,শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজাদ হোছাইন,গ্রন্থনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন,পরিকল্পনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার তুহিন
সিনিয়র সদস্যঃ মোহাম্মদ জাবেদ (প্রবাসী),মোঃ জোবায়ের উদ্দিন(প্রবাসী),মোহাম্মদ নাইম উদ্দিন(প্রবাসী),জহিরুল ইসলাম ফাহিম (প্রবাসী),মোহাম্মদ শাহাব উদ্দিন(প্রবাসী),মোহাম্মদ শাকিল ও শওকত হোসেন৷সদস্য ফাহিম শাহ,মোহাম্মদ শাকিব উদ্দিন,সাঈদ ফারুকী,মোহাম্মদ ফাহিম,মোহাম্মদ জুনায়েদ,মোহাম্মদ হাসানস,ওয়াসিম আকরাম শুভ ও মোহাম্মদ বোরহান উদ্দিন শাহ৷