রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে একডালা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়।
সভায় বাজেট ঘোষণা করেন- একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আলী। এ সময় একডালা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের জন্য মোট ১ কোটি ১৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব সেলিনা আক্তার বানু, সকল ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার জনসাধারণ।