রাজনীতির সেকাল-একাল: এক মূল্যবোধের অবক্ষয়ের গল্প

✍️ কলমে: মাহবুব
একদিন রাজনীতি ছিল সেবার নাম,
নেতৃত্ব মানেই ছিল আদর্শ, ত্যাগ আর ন্যায়।
তখন রাজনীতিকেরা ছিলেন সমাজের অভিভাবক—
নির্বিশেষে মানুষ তাঁদের শ্রদ্ধা করত, ভালোবাসত।
তাঁরা ঘর থেকেই শিখতেন নীতি ও মূল্যবোধ,
সময়, শ্রম, অর্থ ও মেধা দিয়ে
নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াতেন সাধারণ মানুষের।
রাজনীতির লক্ষ্য ছিল—মানবসেবা, দেশগঠন ও ন্যায় প্রতিষ্ঠা।
কিন্তু এখন?
রাজনীতি যেন এক প্রতিযোগিতার বাজার।
নীতির বদলে প্রভাব, আদর্শের বদলে ক্ষমতার মোহ।
বাহুবল, হুমকি, অপমান—সবই এখন রাজনৈতিক কৌশল।
কে কতটা সুবিধাবাদী হতে পারে, সেটাই যেন যোগ্যতার মাপকাঠি।
ফলে “নেতা” শব্দটি শুনলেই মনে জাগে সংশয়,
রাজনীতি হারিয়েছে তার পবিত্রতা।
জনগণের আস্থা নষ্ট হয়ে গেছে বারবার প্রতারণায়।
এইভাবে অপরাজনীতি রাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে,
নৈতিকতা আজ বিলুপ্তপ্রায় শব্দ।
তরুণ প্রজন্ম রাজনীতিকে দেখে ঘৃণার চোখে,
যেখানে একসময় ছিল স্বপ্ন, ছিল গর্ব।
তাই এখনই সময়—
রাজনীতিকে ফিরিয়ে নেওয়ার সেবার পথে,
ফিরিয়ে আনার নেতৃত্বে নৈতিকতা।
প্রয়োজন আদর্শবান রাজনীতিবিদ,
যারা ভাববে দেশের কথা, জনগণের কথা—not শুধু দলের!
রাজনীতি হোক সমাজ গড়ার হাতিয়ার—
ভেদ নয়, সমন্বয়ের মাধ্যম।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে
আমরা যেন রেখে যেতে পারি গর্ব করার মতো একটি রাজনৈতিক উত্তরাধিকার।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button