ঝালকাঠি প্রতিনিধি: রাজধানীর বেইলি রোডে ৭ তলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার এক শিক্ষাঅথীর করুন মৃত্যু হয়েছে। নিহতের নাম তুষার হালদার। সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সদ্য স্নাতক পাশ এক শিক্ষার্থী।তার বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তালগাছিয়া গ্রামে বলে জানা গেছে।
নিহত এ তুষারের বাবা দীনেশ হাওলাদার শুক্রবার (১ মার্চ,২০২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ গ্রহণ করেন। নিহত তুৃষার দীনেশ হাওলাদারের একমাত্র সন্তান ছিলেন।
সাত তলা ওই ভবনে অবস্থিত ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে বন্ধুদের সাথে খাবার খেতে গিয়েছিলেন তিনি।ঠিক আগুন লাগার কিছু আগ মুহুর্তে তারা ওই রেস্টুরেন্টে প্রবেশ করেন। আগুন লাগলে তারা আর ভবন থেতে বের হতে পারেন নি।
পরিবার সূত্রে জানা যায়,তুষার হালদার স্টার টেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দ্যা রিপোর্ট ডট লাইভে মাল্টিমিডিয়ায় কাজ করতেন তিনি।
তিনি জানান, তুষার ড্যাফোডিল থেকে সাংবাদিকতা বিভাগে অনার্স পাস করেছেন। গতকাল রাতে বাংলামোটরে অবস্থিত তার কর্মস্থল থেকে বের হয়ে বেইলি রোডে খাবার খেতে যান বন্ধুদের সঙ্গে। আর সেখানেই অগ্নিদুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি।
নিহত তুষার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সদ্য স্নাতক সম্পন্ন করেছেন এবং সমাবর্তনের অপেক্ষায় ছিলেন।