রাজধানীর কদমতলী থেকে চাঁদাবাজ চক্রের সদস্য মা- ছেলে আটক

অনলাইন ডেস্ক:  ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন চাঁদাবাজকে আটক করা হয়েছে। ১৯ মে (রবিবার) তাদেরকে চাঁদাবাজি কর্মকান্ডের সময় আটক করা হয়। তারা টিকটকের মাধ্যমে পরিচিত হয়ে বাসায় নিয়ে এসে মারধরসহ আটকিয়ে রেখে চাঁদা আদায় করতো বলে পুলিশ সুত্রে নিশ্চিত হওয়া গিয়েছে। চাঁদাবাজ চক্রের অন্যতন ২ সদস্য মা ও ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয় কদমতলী থানার চৌকস পুলিশ টিম।

আটককৃত মোসাঃ সোনিয়া বেগম (৪০) খুলনা জেলার দিঘলিয়া থানার ইয়াদ আলী শেখের মেয়ে এবং আটককৃত মোঃ রাতুল (১৯) মোসাঃ সোনিয়া বেগমের পুত্র। তারা চক্র বদ্ধ চাঁদাবাজি কর্মকান্ডর সাথে জড়িত।

আটককৃত চাঁদাবাজ মা ও ছেলের বিরুদ্ধে ৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ ধারায় পেনাল কোডে মামলা হয়েছে।

কদমতলী থানার ওসি কাজী আবুল কালাম মুঠোফোনে জানান, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চলছে। সামনে জন নিরাপত্তার জন্য এমন অভিযান অব্যাহত থাকার ঘোষণা দেন ওসি কাজী আবুল কালাম।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button