রাউজানে জামাত-বিএনপির সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি: রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তারা কোনদিন সফল হতে পারবে না। দেশের সম্পদ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। যারা নৈরাজ্য সৃষ্টি করে আগুন সন্ত্রাস করেছে তাদের আইনের আওতায় আনা হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগ্রিয়ে যাবে। কোনো বাঁধাকে ভয় পায়না বঙ্গবন্ধুর আদর্শে নেতাকর্মীরা। তিন বলেন, রাউজান উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত থাকবে। সমৃদ্ধ বাংলাদেশের কোন ক্ষতি হতে দেবো না। যারা স্বাধীনতা বিরোধী যড়যন্ত্র করছে তাদের দাঁত ভাঙ্গ জবাব দেওয়া হবে। তিনি গতকাল ২৭ জুলাই শনিবার আওয়ামী যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের জরুরী সভা এবং জলির নগর হতে শুরু হওয়া সাহেব বিবি সড়ক উন্নয়ন কাজের ভিক্তি প্রস্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, আওয়ামী যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সেহেলেন সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাজী ইকবাল, শাহাজান ইকবাল, কামরুল হাসান বাহাদুর, শাহা আলম চৌধুরী, বশির উদ্দিন খান, নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর এড. সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, এড. দীলিপ কুমার চৌধুরী, মুক্তিযোদ্ধা ইউসুফ খান, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন, জিয়াউল হক চৌধুরী সুমন, আবদুল লতিফ, অশোক পালিত, হাসান মোহাম্মদ রাসেল, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, আজিজ উদ্দিন ইমু, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুব নেতা তপন দে, মিটু চৌধুরী, আবু ছালেক, সাবেক ছাত্র নেতা দিপলু দে দিপু, ইমারান হোসাইন ইমু, এড, সাহেদ উল্লাহ জনি, ফজলুল করিম ফজু, ধীলন মুহুরী, পৌর ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি অনুপ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, মনির তালুকদার, সাবেক ইউপি সদস্য ইখতিয়ার উদ্দিন, মনির হোসেন প্রমুখ। সাহেব বিবি সড়ক উন্নয়ন কাজের ভিক্তিপ্রস্তর অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম নেজামী। পরে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে দেশ ব্যাপী নৈরাজ্য ও জামাত বিএনপির সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করা হয়। মিছিলটি মুন্সিরঘাটা দলীয় কার্যালয় হতে শুরু হয়ে জলিল নগর বাস ষ্টেশান প্রদক্ষিণ শেষে পূনরায় মুন্সিরঘাটা এলাকায় গিয়ে শেষ হয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button