মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৭ জেলের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রায়পুরের মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে ১৫ দিনের ও একজনকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এ আদেশ দেন।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত মধ্য রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চান্দার খাল মাছঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন: হারুন বেপারী (২৭), মো. আমির হোসেন (২৬), খোরশেদ আলম (১৯), সোহাগ (২১), বোরহান (৩২), আনোয়ার চকিদার (৩০) সহ ৬ জনকে ১৫ দিন করে এবং জসিম (২৩) কে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। তারা সবাই উত্তর চরবংশী ইউপির পুরানভেরী বাঁধ এলাকার বাসিন্দা।
অভিযান পরিচালনাকালে তাদের কাছ থেকে এক লাখ মিটার কারেন্ট জাল ও ৭টি নৌকা জব্দ করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, কোস্টগার্ড, সেনাবাহিনী ও ফাঁড়ি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, চান্দার খালের মুখ থেকে মা ইলিশ নিধনকারী ৯ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৬ জেলেকে ১৫ দিনের, ১ জেলেকে ৭ দিনের জেল দেয়া হয়। অন্য ২ জন নাবালক হওয়ায়, তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।
মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগসহ প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সবাই যৌথভাবে কাজ করছে।
মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তির সর্বোচ্চ দুই বছরের জেল বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button