মুক্তিযুদ্ধ ও চার মূলনীতি নিয়ে বিতর্ক সৃষ্টিকারীরাই পতিত স্বৈরাচারের দোসর: শাহ আলম

কিশোরগঞ্জ প্রতিনিধি: যারা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের চার মূলনীতি নিয়ে বিতর্ক সৃষ্টি করছে, প্রকৃতপক্ষে তারাই পতিত স্বৈরাচারের দোসর বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম। তিনি বলেন, “মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ, চার মূলনীতি আর আওয়ামী লীগ এক জিনিস নয়। এই বিতর্কের মাধ্যমে লাভবান হচ্ছে পতিত স্বৈরাচার।”

শনিবার (২১ জুন) সকালে কিশোরগঞ্জে সিপিবির ত্রয়োদশ কংগ্রেস উপলক্ষে আয়োজিত জেলা কমিটির সাধারণ সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমরেড শাহ আলম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “এখন মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, আইনের শাসন নেই, চলছে মব সন্ত্রাস। হাসিনার সময় ভয়ের রাজনীতি ছিল, আমরা এখনো সেই ভয়ের রাজনীতি থেকে বের হতে পারিনি। দেশি-বিদেশি বিনিয়োগ বন্ধ। এভাবে একটি দেশ চলতে পারে না।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি সরকারের বিরুদ্ধে ছলচাতুরির অভিযোগ তোলেন। তিনি বলেন, “আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছি।” এ সময় তিনি ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে বলেন, “বিএনপি নেতা লন্ডনে বসে ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও ইউনূস সাহেব এপ্রিলে নির্বাচনের কথা বলছেন। জাপানে গিয়ে তিনি বললেন, সংস্কার অল্প হলে নির্বাচন ডিসেম্বরে, আর মৌলিক সংস্কার হলে জুনে। সংস্কারের কথা বলে তিনি যে ধোঁকা দিচ্ছিলেন, তা প্রকাশ হয়ে গেছে। প্রকৃতপক্ষে তিনি ডিসেম্বরে নির্বাচন চান না।”

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে জনগণের মনে সংশয় রয়েছে উল্লেখ করে সিপিবির সভাপতি আরও বলেন, “এই সরকারের আমলে নিরপেক্ষ ও অবাধ নির্বাচন হবে কিনা, তা নিয়ে জনগণ প্রশ্ন তুলছে। আগের সরকার ১৬ বছর গণতন্ত্র দেয়নি। এই সরকারও ভোটের অধিকার দেবে কিনা, নতুন করে মানুষ সেই প্রশ্ন তুলছে।”

কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকার একটি কনভেনশন সেন্টারে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রণজিত কুমার সরকারের সঞ্চালনায় সভায় পার্টির বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। সভা শুরুর আগে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা জাতীয় সঙ্গীত ও গণসঙ্গীত পরিবেশন করেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button