মায় পুরুষ্কৃত হলো মেধাবী শিক্ষার্থীরা

মো.ইউছুপ মজুমদার এম এ: বান্দরবানের লামায় গত কয়েক বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলকৃত শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) লামা উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লামা সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ কান্তি নাথ।

এতে আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মোঃ খালিদ হোসেন, বান্দরবান জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু ছালেহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কৃষ্ণ পাল, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবু তৈয়ব, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম. ইমতিয়াজ।

এছাড়া শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button