আব্দুল্লাহ আল মামুন: অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে লিগ্যাল এইড এর কার্যক্রম ও প্রচার সম্পর্কে অবহিতকরণ সভা বুধবার বিকেলে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড এর আয়োজনে ও জেলা লিগ্যাল এইড অফিসার তানিয়া আক্তারের সঞ্চালনায় এবং মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তারেকুল ইসলামসহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ।
সভায় বক্তরা জানান, গরীব ও অসহায় মানুষকে আইনী সহযোগিতা প্রদানের জন্য জেলা লিগ্যাল এইড কমিটির প্রত্যেক সদস্যকে একত্রিত হয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে। গরীব ও অসহায় প্রতিটি মানুষের ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে।