সাবরীন জেরীন: শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (৩ অক্টোবার) সকালে মাদারীপুর পুরান শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক দিপালী রানী দাস,সেলিনা আখতার, মাকসুদা আক্তার, বকুল আক্তার, কানিজ মুক্তি, সীমা সাহা, আফরোজা মৌসুমী, রুমানা কিসলুমা, ছাবিনা আক্তার, লাবনী দাস, মিনারা আক্তার,সুমাইয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহিমা আক্তার। সমাবেশে ছাত্রছাত্রীসহ এলাকার অর্ধশতাধিক মায়েরা অংশ গ্রহণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান তিনি।
10