মাদারীপুর আদালত চত্বরে উদ্বোধন হয়েছে নতুন মসজিদ

সাবরীন জেরীন: মাদারীপুর :মাদারীপুর আদালত চত্বরে বুধবার ( ২৮ ফেব্বারুয়ারী)   যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে নতুন মসজিদের উদ্বোধন করা হয়েছে। মসজিদ উদ্বোধন করেন মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ওবাইদুর রহমান খানসহ জজ কোর্টের বিচারকবৃন্দ, আইনজীবী, কোর্টের স্টাফ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মসজিদে উদ্বোধনী নামাজে ইমামতি করেন চন্ডীবর্তি পীর সাহেব হুজুর আলী আহম্মদ চৌধুরী। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। নামাজ শেষে আগত মুসল্লিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, মাদারীপুর আদালত চত্বরে কোন মসজিদ ছিল না , জেলা জজ আদালত ভবনের নিচতলার একটি কক্ষে মুসল্লিরা নামাজ আদায় করতো । আদালত চত্বরে একটি মসজিদ প্রয়োজন বলেই মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এর  একান্ত প্রচেষ্টায়   মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। বিজ্ঞ বিচারকবৃন্দ, আইনজীবী, কোর্টের স্টাফ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের   সহযোগিতার মাধ্যমে মসজিদটি নির্মাণ করা হয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button