মাগুরা প্রতিনিধি : মাগুরায় পানিতে ডুবে মোস্তাক (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের লাভলু মৃধার ছেলে । নিহত শিশুর পিতা লাভলু মৃধা জানান , মোস্তাক বুধবার খেলতে বের হয়েসন্ধ্যার পরও বাড়ীতে না আসায় তাকে খোঁজাখুজি করা হয়। গভীর রাত পর্যন্ত তাকে আমাদের বাড়ীর আশে পাশে ও আত্মীয়দের বাড়িতে পাওয়া যায়নি । ফলে আমরা পারিবারিক ভাবে সবাই রাতে চিন্তিত ছিলাম । বৃহস্পতিবার সকালে বাড়ীর পারশ্বতী একটি পুকুরে তার লাশ ভেসে উঠে দেখতে প্রতিবেশীরা আমাদের জানায় । পরে আমরা তার লাশ উদ্ধার করি । মোস্তাক আমার অনেক আদরের ছেলে ছিল । তার মৃত্যুতে আমাদের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে ।
3