
পাবনা থেকে মাহবুবঃ দেশের সড়কে প্রতিদিন যে বিপুল সংখ্যক যানবাহন চলছে, তার সিংহভাগই কোনো ধরনের বীমা সুরক্ষার আওতায় নেই। ফলে দুর্ঘটনায় আর্থিক ক্ষতির দায় পড়ে সম্পূর্ণভাবে ব্যক্তির কাঁধে, যা সাধারণ জনগণের জন্য এক ভয়াবহ বাস্তবতা। এই বেপরোয়া অব্যবস্থাপনার কারণে প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, যার প্রভাব পড়ে দেশের সার্বিক অর্থনীতিতেও। অথচ, বাধ্যতামূলক মটর ইনস্যুরেন্স চালু থাকলে বীমা খাত শক্তিশালী হতো, রাষ্ট্র পেত বিশাল অঙ্কের রাজস্ব, এবং জনগণ পেত ন্যায্য ক্ষতিপূরণের নিশ্চয়তা। এটি শুধু একটি বীমা ইস্যু নয়, এটি অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক দায়িত্ববোধের বিষয়। এখনই প্রয়োজন কঠোর নীতিমালার মাধ্যমে মটর ইনস্যুরেন্স বাধ্যতামূলক করা—দেশের অর্থনীতি, জনগণের নিরাপত্তা এবং বীমা খাতের স্থিতিশীল ভবিষ্যতের জন্য।