বাল্য বিবাহ নিরোধে পটুয়াখালীতে ব্লাস্টের মতবিনিময় সভা 

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে বাল্য বিবাহ নিরোধ ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারের সভাপতিত্বে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন।

ব্লাস্টের পটুয়াখালী ইউনিটের সমন্বয়কারী এড আবএ বকর সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আইনজীবী, যুব সংগঠক, সাংবাদিক, প্যারালিগ্যাল, শিক্ষক, এনজিও ও কিশোর কিশোরী গ্রুপের প্রতিনিধি।

এসময় বক্তারা বাল্য বিবাহ নিরোধ আইন ও বিধি অধিকতর প্রচার এবং গণসচেতনতা বৃদ্ধিতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে চলমান সরকারি বেসরকারি প্রকল্পের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পটুয়াখালীকে বাল্যবিবাহ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button