
ফৌজিয়া, ফরিদপুর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণিল আয়োজনে দিনটি উদযাপিত হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও রংবেরঙের বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার ও স্কাউটস সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুল আজম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ ও ডিসপ্লে শেষে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।




