অনলাইন ডেস্ক: মেট্রোরেল প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে চলাচল। তবে কী কারণে মেট্রোরেল আধা ঘণ্টা বন্ধ ছিল সে বিষয়ে জানা যায়নি।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে ট্রেনটি মতিঝিল থেকে ৪টা ৪৮ মিনিটে উত্তরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে বাংলাদেশ সচিবালয় স্টেশনে এসে থেমে যায়। বিকেল ৫টা ১৯ মিনিটের দিকে আবার মেট্রোরেল চালু হয়।
আধাঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ইফতারের আগ দিয়ে বিপাকে পড়ে যান যাত্রীরা। অফিস ছুটির সময়ে রেল চলাচল বন্ধ থাকায় পুরো স্টেশন ভরে যায় যাত্রী দিয়ে।