কাজী নূরনবী,জেলা প্রতিনিধি নওগাঁঃপত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক জয়পুরহাট সীমান্তে ২৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২২০০ পিস ট্যাপেন্টাডল নেশাজাতীয় ট্যাবলেট মাদকদ্রব্য আটক।
সোমবার ২৫ শে নভেম্বর বিকেল ৩ ঘটিকায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ কড়িয়া বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭৭/২৯-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম কড়িয়া (পাঁচবিবি, জয়পুরহাট) নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২২০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করতে সক্ষম হয় ।
জয়পুরহাট সীমান্তে গরু মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যাক্ত করেছে অধিনায়ক পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস এবং একই সাথে তিনি সিমান্ত এলাকায় টহল আরো জোরদার করার ঘোষণা দিয়েছেন।