নড়াইলে ২ বছরের সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি ঃ  নড়াইলের গোয়েদা শাখা  (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দ্রুত বিচার আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগম (৪৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হোসনেয়ারা বেগম নড়াইল সদর উপজেলার বাহির গ্রামের মৃত্যু আফজাল মুন্সির মেয়ে এবং একই গ্রামের রফিকুল শিকদারের স্ত্রী।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮মার্চ) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলমের নেতৃত্বে এসআই অপু মিত্র সঙ্গীয় নারী কনস্টেবলসহ অভিযান চালিয়ে নড়াইল পৌরসভার নতুন বাস টার্মিনালের দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হোসনেয়ারা বেগমের নামে নড়াইল সদর থানায় আরোও দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বৃহস্পতিবার দুপুরে বলেন, দ্রুত বিচার আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগম কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button