নওগাঁর রাণীনগরে উপজেলা দিবস পালিত

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে উপজেলা দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায় মৌসুমীর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রবীনের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ও শেষে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল- সমৃদ্ধি’র উন্নয়ন মেলা, ম্যারাথন দৌড়, সাইকেল র‌্যালি, উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর-কিশোরীরা অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে সমাজসেবা, ক্রীড়াসহ সামাজিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, মৌসুমীর উপসহকারী পরিচালক লিয়াকত আলী, আরএমটিপি প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুর রউফ পাভেল, উপজেলা কর্মসূচী সমন্বয়কারী শাহীন আহম্মেদ, স্থানীয় সমাজসেবী, শিক্ষক, অভিভাবক ও নানা শ্রেণিপেশার মানুষ।

কর্মসূচী সমন্বয়কারী শাহীন আহম্মেদ জানান, এই ধরনের আয়োজন কিশোরদের আত্মবিশ্বাস, মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button