কাজী নূরনবী নাইস,জেলা প্রতিনিধি,নওগাঁ: নওগাঁর আম প্রদর্শনী ও মেলায় সারি সারি ভাবে সাজানো বিভিন্ন প্রজাতির আম।
নওগাঁয় শুরু হয়েছে তিন দিনব্যাপী আম মেলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন হয়।
বুধবার (২৬ জুন) দুপুর দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে আম মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা।
পরে নওগাঁ সদর উপজেলা অডিটরিয়ামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম মনজুরে মাওলা,সদর থানা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ,ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, ও আম চাষি সোহেল রানা বক্তব্য রাখেন। আলোচনা সভায় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী মেলায় প্রায় ২০টি স্টল অংশ নিয়েছে। মেলায় আম্ররুপালি, ল্যাংড়া, নাগফজলি, ব্যানানা ম্যাংগো, চৌষা, থ্রি টেস্ট, আশ্বিনা, মল্লিকা, গৌড়মতি,কিউজাই, আমেরিকান পলিমার,লেডিজোন, জাপানি মিয়াজাকি ও অষ্ট্রোলিয়ান অষ্টিন সহ প্রায় ১৪০ জাতের আম প্রদর্শিত হয়েছে।
মেলার মাঝখানে ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রতিকৃতির আদলে বিভিন্ন আম দিয়ে সাজিয়ে প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া নারী উদ্যোক্তারা আম থেকে বিভিন্ন জ্যাম ও জেলি উপকরণ তৈরি করেও প্রদর্শন করেছেন।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ তার বক্তব্যে উল্লেখ করেন উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে নিরাপদ আম উৎপাদন করা সম্ভব। পাশাপাশি আগামীতে রপ্তানির মাধ্যমে কীভাবে বিদেশের বাজার দখল করা যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারই অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় ১৪০ জাতের দেশি-বিদেশি আমের প্রদর্শনী করা হয়েছে। কৃষকরা এই জাতের আম গুলি দেখে ভবিষ্যতে আম চাষে উদ্বুদ্ধ হয়ে সহজেই লাভবান হতে পারে। আম উৎপাদনে বিভিন্ন কলাকৌশল-আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং আম সংরক্ষণ রক্ষণাবেক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে,যাতে আম চাষিরা আম চাষে সাফল্য বজায় রেখে,কাজ করে যেতে পারে।