কাজী নুরনবী,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পবিত্র ইদুল ফিতর উপলক্ষে শহরে যানজট নিরসনের জন্য জেলার ব্যাবসায়ী ও যানবাহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেছেন।
গত বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) ফৌজিয়া আক্তার ও জেলা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুল খালেক, চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু , নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাহিদুল হক, অফিসার ইনচার্জ (ডিবি) মোঃ হাসমত আলী, ট্রাফিক ইনেসপেক্টর মো: সাইফুল ইসলাম ,নওগাঁ জেলা বাস মালিক সমিতির সভাপতি কাজী কামিনী বাবু ,নওগাঁ কাপড় ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।