জেলা প্রতিনিধি নওগাঁ : নওগাঁ সরকারি কলেজের এইচএসসি ব্যাচ ১৯৯৬ সালের বন্ধুদের প্রাণের সংগঠন এইচএসসি ব্যাচ’৯৬(নসক) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠত হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার নওগাঁ ফুড প্যালেসে হোটেলে আলোচনা সভা ও র্যাফেল ড্র ,কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী শুরু হয়। এসময় যে সকল বন্ধু মৃত্যু বরন করেছেন তাদের বিদেহী আত্বার মাগফেরাত কামনা ও তাদের স্মরণে এক মিনিটি নিরবতা পালন করা হয়।
সংগঠনের সভাপতি মামুনুজ্জামন মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সায়েম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নূরনবী নাইস , উপদেষ্ঠা পরিষদের অন্যতম সদস্য আলমগীর কবির সুইডেন,নির্বাহী কমিটির সহ- সভাপতি ফারুক হোসেন টিটু ,আইন সম্পাদক বান্দায়খাড়া টেকনিক্যাল কলেজের শিক্ষক আবু রেজা, নাজমূল হক, অগ্রণী ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার আকরাম হোসেন, বাইপাস হাওয়ার এর সত্ত্বধাকারী মো:মতিউর রহমান, মেডিফেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মো: ফারুক হোসেন, ক্রিড়া সম্পাদক জিয়াউল হক সুজন ও নির্বাহী সদস্য বরুণ রাইস এজেন্সির পরিচালক বরুণ কুমার সাহা সহ সকল সদস্য বৃন্দ। তাদের বক্তব্যে সংগঠনের বিভিন্ন কর্মকান্ড, স্মৃতিচারণ, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
পরে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যাফেল ড্র -এর মাধ্যমে ছয়জন বন্ধুকে ৬টি পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে উপস্থিত ৫৫/৬০ জন সংগঠনের বন্ধুদের নিয়ে রাতের প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।