
কামরুল হাসান জীবন, নওগাঁ; শনিবার (৪ অক্টোবর ২০২৫) নওগাঁ শহরের গোস্তহাটি, মাছ বাজার, তরকারি বাজার, চুড়িপট্টি, কাপড়পট্টি ও ডালপট্টি এলাকায় ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন নওগাঁ সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী রাজনীতিবিদ ও সমাজসেবক মো. মাসুদ হাসান তুহিন।
“সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের কাছে তুলে ধরেন। এসময় তিনি জনগণের হাতে লিফলেট বিতরণ করেন এবং প্রতিটি দফার মূল বার্তা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
মাসুদ হাসান তুহিন বলেন, “তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তি ও উন্নয়নের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার ফিরে আসবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।”
তিনি আরও উল্লেখ করেন, “রাজনীতি আমাদের জন্য বিভাজনের দেয়াল নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোই আসল দায়িত্ব। তাই জনগণের মুখে হাসি ফোটানো এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়াই আমার লক্ষ্য।”
এসময় স্থানীয় বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ তার বক্তব্য ও কর্মসূচিকে স্বাগত জানান। তারা বলেন, মানুষের পাশে থেকে এ ধরনের ইতিবাচক উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে নতুন আশা জাগাবে।
গণসংযোগ কার্যক্রমে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণের মাধ্যমে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।




