ধামরাইয়ে সাপ্লাই পানি বন্ধের দাবিতে মানববন্ধন

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাই পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের সাপ্লাই পানি প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ধামরাই পৌরবাসী। সাপ্লাই পানি চাইনা, এই প্রকল্প বন্ধ করুন এমন স্লোগান দেয় এলাকার জনগণ।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পৌরবাসী একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ধামরাই বাজার সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধামরাইয়ে পানির স্তর খুব কাছাকাছি এবং আমরা সহজেই অল্প খরচে সুপেয় ও নিরাপদ পানি পাচ্ছি। কোন একটা কুচক্রী মহল নিজেদের পকেটে মোটা অংকের টাকা নেয়ার জন্য এই প্রকল্প পাশ করিয়েছে।ওয়াসার পানির  লাইন নিলে আলাদা করে ওয়াটার রিজার্ভার তৈরি করতেহবে সেটা ও একটা আলাদা ব্যায় যোগ হবে পৌরবাসীর উপর,  এজন্য আমাদের সাপ্লাই পানির কোন প্রয়োজন নেই।
এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশলী তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান,ধামরাই পৌরসভা সহ ২৩ টি পৌরসভায় প্রায় নয় কোটি টাকার উপরে এক একটি প্রকল্প, তিনি আরো বলেন সকল ক্ষমতার উৎস পৌরবাসী যদি না চায় তাহলে লিখিত দিলেই প্রকল্প বন্ধ হয়ে যাবে।
মানববন্ধনে অংশগ্রহণ করেন, ব্যবসায়ী, চাকরিজীবী, ব্যাংকার, সাংবাদিক ও ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button