ধামরাইয়ে পুলিশ সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক স্ত্রী

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে ডোবা থেকে কামরুল হাসান (২৩) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী নারগিস আক্তারকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালের দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের কংশপট্টি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামরুল হাসান ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কংশপট্টি এলাকার বাসিন্দা। তিনি এপিবিএন- ১ ঢাকায় কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহত পুলিশ সদস্যের স্ত্রী নারগিস আক্তারকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ আগস্ট ভোরের দিকে মুঠোফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হয় কামরুল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার সকালের দিকে বাড়ির পাশে একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহতের স্ত্রী নার্গিস আক্তার বলেন, মুখে মাস্ক পড়া দুইজন কামরুলকে খুন করেছে। এই কথা প্রকাশ করলে তারা আমার পরিবার ও শশুর বাড়ির বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) নাসির উদ্দীন বলেন, নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্ত্রীকে আটক করা হয়েছে

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button