দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হলো। চলতি বছরের প্রথম দিন একজন রোভিড রোগীর মৃত্যুর খবর এসেছিল। ১০ দিন পর বুধবার আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেল। তিনি সিলেটের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দুই হাজার ৩১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ২২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৮ জনই ঢাকার। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৯৫ শতাংশ, যা আগের দিন ০.৫৬ শতাংশ ছিল। নতুন একজন নিয়ে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪১। মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৮ হাজার ৯৮৫ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই রোগে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।