হিলি দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ইট,বালু,মাটি পরিবহনে দিনের বেলায় রাস্তাঘাট দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ট্রাক্টর। এদের দাপটে সড়কে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। বেপরোয়া গতি আর অপ্রাপ্ত বয়সের চালক দিয়ে চলছে এসব বাহন। সড়ক ভেঙে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।কৃষির উন্নয়নে এসব ট্রাক্টর আমদানি করা হলেও অনিয়ন্ত্রিতভাবেই মালিকরা এগুলো ব্যবহার করছে ভাটার মাটি, ইট, বালু ইত্যাদি মালামাল পরিবহনের কাজে। এতে করে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরী হয়ে উঠেছে।হাকিমপুর উপজেলায় সরজমিন ঘুরে ট্রাক্টরের এমন দাপট দেখা গেছে। সাধারণ মানুষের কাছে ট্রাক্টর এখন এক আতঙ্কের কারণ। বিভিন্ন সময় ঘটছে দূর্ঘটনা। এ উপজেলার আরমান আলী বলেন, ট্রাক্টরগুলোর বড়-বড় চাকার কারণে কার্পেটিং উঠে রাস্তাগুলোর বিবর্ণ দশা। দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদের। সব সময় আতঙ্ক নিয়ে পথ চলতে হচ্ছে। ট্রাক্টরের বেপরোয়া চলাচলে সবচেয়ে ঝুঁকিতে কোমলমতি ছোট ছোট শিশু ও এলাকার নারীরা।হাকিমপুর পৌরসভার বাসিন্দা আবু সাঈদ বলেন, বেপরোয়াভাবে ট্রাক্টর ও ট্রলি চলাচল করায় রাস্তায় বের হয়ে সবসময় আতঙ্কিত থাকি।খট্রামাধব পাড়া ইউনিয়নের গৃহিনী তাহমিনা আক্তার ট্রাক্টর বন্ধের আকুতি জানিয়ে বলেন, দানব এই ট্রাক্টরগুলো চলাচলের কারণে আমরা ছোট ছেলেমেয়েদের রাস্তায় একা ছাড়তে পারি না। বাড়ির পাশে রাস্তা হওয়ায় আরো বিপদে আছি। একই ইউনিয়নের মজিদ মন্ডল বলেন, অপ্রাপ্ত বয়স্কদের হাতে ট্রাক্টরগুলো, আমরা বুঝতে পারিনা, কার ইশারায় এগুলো মালামাল বহন করছে?এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় জানান, ইতোমধ্যে তাদেরকে ডেকে সতর্ক করা হয়েছে এরপরও যদি তারা সতর্ক না হয় তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
8