
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কর্মশালাটি আয়োজন করা হয়।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দিক এবং এর বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন। তিনি তার আলোচনায় তামাকের ভয়াবহ ক্ষতি এবং জনস্বাস্থ্য রক্ষায় এই আইনের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলো তরুণ সমাজকে আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ও চটকদার কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। এই বিষয়ে নিজে সচেতন হওয়ার পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি ‘মরণঘাতক’ তামাক বর্জন এবং সরকারি আইনকে শ্রদ্ধা জানিয়ে তামাকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার জন্য জোরালো আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানবৃন্দসহ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।