ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির ১ ম বর্ষপূর্তি উদযাপন ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ডাসার প্রতিনিধিঃমাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির ১ম বর্ষপূর্তি উদযাপন ও (৩১) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি)২০২৪ ইং তারিখ সকালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় মীর সেকান্দর আলী সুপার মার্কেটে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ২য় বছরে পদার্পন উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

 

ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটির সভাপতি হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান ও সাধারণ সম্পাদক হয়েছেন দি ডেইলি ইভিনিং নিউজের ডাসার উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহাগ নির্বাচিত হয়েছেন।

ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি আগামী এক বছরের জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে বলে যানা যায়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ পত্র পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ও দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ.বি এম সেলিম আহম্মেদ,মাদারীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইয়াকুব খান শিশির,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডি বি সি টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাশ, মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ, কালকিনি পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদার,সি এল টি বিডি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপি, শতবর্ষী বীরমোহন উচ্চবিদ্যালয়ের সভাপতি মোঃ সাঈদ আহাম্মেদ,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা এস এম তানভীর,ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আশরাফুল আলম লাহিদ, দৈনিক প্রতিদিনের ক্রাইম ডটকম এর ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ কামাল হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন, পাথুরিয়ারপাড় বাজার কমিটির সভাপতি মতিয়ার রহমান হাওলাদার, সাধারন সম্পাদক ইদ্রিস হাওলাদার,প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, সঞ্চালনায় ছিলেন, এমদাদুল হক কাজল,

উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকবৃন্দ। সবশেষে দুপুরের খাবার খেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button