জেলা পরিষদের বিভিন্ন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন

লিমা আক্তারঃ শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি” এই প্রতিপাদ্যে জামালপুরে আত্মকর্মসংস্থান, জীবনমান ও নারী উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জেলা পরিষদ, জামালপুর কর্তৃক আয়োজিত কম্পিউটার, সেলাই, বিউটিফিকেশন ও ইংলিশ স্পোকেন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম (বার) প্রমুখ।
সনদ বিতরন শেষে জেলা পরিষদে উদ্যোক্তা ফোরামের ব্র্যান্ডিং কর্ণার পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন মুন জাহান লিজা।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button