
কামরুল হাসান জীবন,,নওগাঁ: গাজীপুর মহানগরের তিনসড়ক এলাকায় রাস্তা পারাপারের সময় ‘পথের সাথী’ পরিবহন নামে বাসের ধাক্কায় নওগাঁ জেলার ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইনসের সামনে এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত মোস্তাফিজ হাসান (৫২) রাজশাহী মহানগরের মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি নওগাঁ জেলার ডিটেকটিভ ব্রাঞ্চের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সমকালকে বলেন, জেলা পুলিশ লাইনসের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস ধাক্কা দেয়। এতে নওগাঁ জেলার ডিবির ওসি মোস্তাফিজ হাসান নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোস্তাফিজ হাসান ও তার স্ত্রী গাজীপুর জেলা পুলিশ লাইনসের বিপরীত পাশে ব্যক্তিগত প্রাইভেটকার দাঁড় করিয়ে রাস্তা পার হয়ে পুলিশ লাইনসের গেট সংলগ্ন দোকানে আসেন। পার্কিং করে রাখা প্রাইভেটকারে ফিরে যাওয়ার সময় চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়িগামী ‘পথের সাথী’ পরিবহনের একটি বাস মোস্তাফিজ ও স্ত্রী লতিফা জেসমিনকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।
তাৎক্ষণিক পুলিশ লাইনসের সামনে থাকা পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার বলেন, মোস্তাফিজ হাসান ছুটিতে স্বজনদের কাছে গিয়েছিলেন।




