জাফর ইকবাল অপুঃ সিনিয়র আইনজীবী খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গাজী আব্দুল বারী চিকিৎসাধীন অবস্থায় সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সমাজসেবাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন এই আইনজ্ঞ। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়ে পোস্ট দিয়েছেন অনেকে।
এড. গাজী আব্দুল বারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।