জাফর ইকবাল অপুঃ খুলনায় শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামান মোড়লসহ ৯১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২১ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঈশিতা এনাম ঋতু বাদী হয়ে পাইকগাছা থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামান, পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, লস্কর ইউপি চেয়ারম্যান কে এস আরিফুজ্জামান তুহিন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কাওসার আলী জোয়ারদার, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিহাদুল ইসলামসহ ৯১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় ২৯০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট উপজেলা পরিষদের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫০/৬০ জন শিক্ষার্থী জিরো পয়েন্ট এলাকায় যাচ্ছিল। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং পিটিয়ে রক্তাক্ত জখম করে।
পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, মামলা হওয়ার পর আসামিরা আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।