জাফর ইকবাল অপু: খুলনার বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর নিকট থেকে সোমবার বিকেলে নগর ভবনে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশের ভিত্তিতে আজ স্থানীয় সরকার বিভাগের ৪৬.০০.০০০০.০০০.০৭০.১৮.০০০৬.২৪-৭৯৭ নং প্রজ্ঞাপনে সিটি কর্পোরেশনের মেয়রগণকে অপসারণ এবং ৪৬.০০.০০০০.০০০.০৭০.১৮.০০০৬.২৪-৮০০ নং প্রজ্ঞাপনের মাধ্যমে বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
দায়িত্বভার গ্রহণকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো: মনজুর আলম, কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো: আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান খান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান, বাজার সুপার এম এ মাজেদ, লাইসেন্স অফিসার (যানবাহন) খান হাবিবুর রহমান, আইটি ম্যানেজার মো: হাসান হাসিবুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।