খুলনা নগর স্বাস্থ্য ভবনে ধূমপান বিরোধী সভা অনুষ্ঠিত 

জাফর ইকবাল অপুঃ জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৪-২০২৫ এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে খুলনা নগর স্বাস্থ্য ভবনে ধূমপান বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম। ধুমপানের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সভায় বক্তারা বলেন, শুধুমাত্র ধুমপান বা তামাক সেবনের কারণে প্রতিবছর বহু মানুষ মৃত্যুবরণ করছে। ধুমপান ক্যান্সারের ঝুঁকি বাড়ায় উল্লেখ করে বক্তারা আরো বলেন, পুরুষের পাশাপাশি মহিলারাও এখন ধুমপানসহ তামাকজাত দ্রব্য গ্রহণ করছে এবং বাবা-মায়ের ধুমপানের কারণে শিশুরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। শিশুদের পাশে রেখে ধুমপান না করার আহবান জানিয়ে বক্তারা ধুমপানে নিরুৎসাহিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে বলে মতামত ব্যক্ত করেন।
কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ এবং স্বাস্থ্যকর্মীগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে ধূমপান বিরোধী জনমত গড়ে তুলতে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন কেসিসির ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button