জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে মধ্যে রাতে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২৫মার্চ) দিবাগত রাতে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট বাজারে তাড়াশ রোড এলাকায় হাফিজুর মেসার্স ষ্টোরে এই চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক হাফিজুর রহমান বলেন, প্রতিদিনের মত রাত প্রায় সাড়ে এগারোটার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই।
মঙ্গবার (২৬ মার্চ) সকাল ৮ টার দিকে তিনি দোকান খুলতে এসে দেখেন দোকানে পিছনের দরজা ভাঙ্গা । তখন বাজরের অন্যদেরকে সাথে নিয়ে দোকানের ভিতরে ঢুকে দেখেন ভিতরের কীটনাশকের ঔষদের ফুল ৭টি কার্টুন নেই এবং তাকের উপরে রাখা দামী ঔষদগুলো নেই।
তিনি আরও বলেন চোরেরা বিকাশ,নগদের টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মূল্যের কীটনাশক নিয়ে গেছে।
উক্ত দোকানের সিসি ক্যামেরা ফুটেজ দেখা যাচ্ছে একজন লোক দোকানে ভিতরে ঢুকে কীটনাশক ও ঔষদ বস্তায় তুলে নিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাফিজুর রহমান।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি আর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে আশা করছি আমরা এ চুরির ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।