কালিহাতীর শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালে রঙে ফুটছে সমাজ বদলের বার্তা

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: কালিহাতীর শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সমাজসেবায়ও নিজেদের ভূমিকা রাখছে। তারা সড়কের দুপাশের দেয়াল থেকে পুরনো লেখা মুছে নতুন রঙে সজ্জিত করছে, যেখানে ফুটে উঠেছে সমাজ পরিবর্তনের বার্তা। এছাড়া, তারা এলাকায় আবর্জনা পরিষ্কার করে পরিবেশে নতুন প্রাণ সঞ্চার করেছে।

এই উদ্যোগের প্রতিফলন বিভিন্ন এলাকায় স্পষ্ট দেখা যাচ্ছে—কালিহাতী বাসস্ট্যান্ড, শাজাহান সিরাজ কলেজ, আর এস পাইলট উচ্চ বিদ্যালয়, থানা রোড সহ বিভিন্ন স্থানে দেয়ালে শোভা পাচ্ছে সচেতনতামূলক স্লোগান ও আন্দোলনের প্রতীকী চিত্র।

 

শিক্ষার্থীদের এই অনন্য উদ্যোগের প্রশংসা করেছেন ঢাকা বিভাগীয় বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বেনজির টিটো, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত, বাংলাদেশ মানবাধিকার কমিশনের কালিহাতী উপজেলার সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহ আলম, কালিহাতী উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি সাব্বির আহমেদ আব্বাসি, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান এবং কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোল্লা মিল্টন, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস, ঢাকা ক্রাইমবিডি ও প্রথম কথা পত্রিকার কালিহাতী (টাঙ্গাইল)প্রতিনিধি শুভ্র মজুমদার । এছাড়া, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের দপ্তর সম্পাদক সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও প্রশংসা করেছেন।

ঢাকা বিভাগীয় বিএনপির নেতা বেনজির টিটো বলেছেন, “কালিহাতীর শিক্ষার্থীরা সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের হাত ধরেই এক নতুন বাংলাদেশ নির্মিত হবে।”

সাবেক কালিহাতী প্রেসক্লাব সভাপতি মানবতাবাদী শাহ আলম শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “তাদের সঙ্গেই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। তাদের প্রতিটি ভালো কাজে আমরা পাশে থাকবো।”

এই উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন,

সমন্বয়কদের মধ্য মৃদুল হাসান,মেহেদী হাসান (রনি), বেলাল তালুকদার, আরাফাত হোসেন (সিয়াম), মাহাবুব হাসান। এছাড়াও, কালিহাতী কলেজ ও স্কুলের সাধারণ শিক্ষার্থীরা যাহারা অংশগ্রহণ করেছে তারা হলো,
হাবিব, সনেট, সামি, অনিক,নাইম, অংকুর, সাজিদ, হাবিবা, মালিহা, সাথী, আশামনি, নাসরিন, সোহেল, সুরোভি, জান্নাত, সিয়াম। সিফাত, আশফাক প্রমুখ।

 

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button