আনোয়ার হোসেন, নীলফামারী ও রংপুর প্রতিনিধি : আজ রবিবার (১২ ই মে) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন সৈয়দপুরের রাফসান (১৬) নামে এক বালক।
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে রাফসান। স্থানীয় সূত্রে জানা যায় রাফসান সৈয়দপুরের লায়ন্স স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো। মেধাবী শিক্ষার্থী বিধায় পরীক্ষায় ভালো ফলাফল আসবে বলে আগ্রহে ছিলো কিন্তু আজ ১২ ই মে পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে জিপিএ ৫ না পাওয়ায় মনের ত্যাগে আনুমানিক দুপুর ১ টার দিকে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে রাফসান জানি এমিল। পরিবারের লোকজন গলায় দড়ি অবস্থায় ঝুলতে দেখলে তাৎক্ষণিক সৈয়দপুর ১০০ সয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
3