চুয়াডাঙ্গা প্রতিনিধি: খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মঈনুল হকের সভাপতিত্বে সোমবার নভেম্বর-ডিসেম্বর (২০২৩) মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিসেম্বর মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় চুয়াডাঙ্গা জেলা খুলনা রেঞ্জর শ্রেষ্ঠ পুলিশ সুপার; শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ দফাদারের ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করলো জেলা পুলিশ, চুয়াডাঙ্গা।
খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকের কাছে থেকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান শ্রেষ্ঠ পুলিশ সুপার ও জেলার পুরস্কার; শ্রেষ্ঠ এসআই মোঃ রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই রেয়াজুল ইসলাম, (আলমডাঙ্গা থানা) এবং নভেম্বর মাসে শ্রেষ্ঠ এসআই নীতিশ বিশ্বাস (দর্শনা থানা); শ্রেষ্ঠ এএসআই মারুফুল ইসলাম; শ্রেষ্ঠ দফাদার মোঃ কাউসার আলী, (সুলতানপুর ইউনিয়ন, দর্শনা থানা) পুরস্কার গ্রহণ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ নিজামুল হক মোল্যা, নওরোজ হাসান তালুকদার, খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপারবৃন্দ।