উৎসবমুখর পরিবেশে আত্রাইয়ে উদযাপিত হলো পহেলা বৈশাখ

আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:  নতুন দিনের নতুন আলোয় জীবন গড়ি” জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভূলে সম্প্রতির হাত ধরি” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ  করে। নওগাঁর আত্রাইয়ে উৎস মুখর পরিবেশে ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষ পালিত হয়েছে।
 গতকাল রবিবার (১৪ এপ্রিল)সকাল আট টায় বাংলা নববর্ষ উপলক্ষে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষ বরণ উৎসব ও আনন্দ শোভা যাত্রা  উপজেলা পরিষদ চত্বর থেকে বেরিয়ে  এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বর্ষ বরণ ও
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে নেতৃত্বদেন নওগাঁ -৬(আত্রাই রাণীনগর)আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন।
 এসময় উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান,
জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল,
সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.শেখ হাফিজুল ইসলাম, উপজেলা পরিষদের (মহিলা) ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.জহুরুল ইসলাম,
 উপজেলা আ’লীগ সহসভাপতি আজিজুর রহমান পলাশ,পল্লী বিদ্যুৎ আত্রাই এর ডিজিএম আব্দুল আলীম লিটন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন,সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারী শিক্ষক ছাত্র /ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।
 বিকেলে বাংলা নববর্ষ পালনে
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button